আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিটি রোডে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের শান্তিপূর্ণ বিক্ষোভে ‘মত্ত’ সিভিক ভলান্টিয়ারের তাণ্ডব! ভোর রাত থেকে অভিযুক্তকে গ্রেফতারির দাবিতে অবরুদ্ধ সিঁথির মোড়! অবশেষে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার ও এক ট্রাফিক পুলিশ সার্জেন্টের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে খবর। ইতিমধ্যেই ওই সিভিক ভলান্টিয়ারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আন্দোলনরত পড়ুয়াদের অভিযোগ, শান্তিপূর্ণ ভাবে পুলিশের অনুমতি নিয়ে মধ্যরাত থেকে রং-তুলি নিয়ে তাদের কর্মসূচী চলছিল। ভোর ৪টে নাগাদ আচমকাই অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার মত্ত অবস্থায় পুলিশ লেখা বাইক নিয়ে আন্দোলনস্থলে থাকা গার্ডরেলে ধাক্কা মারে। প্রতিবাদীরা ওই সিভিক ভলান্টিয়ারকে হাতেনাতে ধরলেও, সিঁথির মোড়ে থাকা এক ট্রাফিক সার্জেন্ট বাইক নিয়ে পালিয়ে যেতে সাহায্য করে। এই ঘটনার প্রতিবাদে শুরু হয় একটানা বিক্ষোভ। অবরুদ্ধ হয়ে পড়ে বিটি রোড। অবশেষে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার ও ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিল পুলিশ।