ফের বাংলার বাইরে কাজ করতে গিয়ে মৃত্যু হল এক বাঙালি পরিযায়ী শ্রমিকের! জানা যাচ্ছে, গো*মাংস খাওয়ার অপরাধে ওই শ্রমিককে পি*টিয়ে খুন করা হয়েছে।
অভিযোগ, দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর বাসিন্দা ওই পরিযায়ী শ্রমিককে তুলে নিয়ে যায় গোরক্ষা সমিতির সদস্যরা। এরপরে একটি খালের ধারে মৃত*দেহ পড়ে থাকতে দেখা যায়। নিহত যুবকের পরিবারের দাবি, পিটিয়ে খু*ন করা হয়েছে। হরিয়ানা পুলিশের তরফে বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে না বলেও অভিযোগ পরিবারের।