আরজি কর কাণ্ডের প্রতিবাদ! কলকাতায় নিজের কনসার্ট পিছিয়ে দিলেন বিখ্যাত গায়িকা শ্রেয়া ঘোষাল। শনিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।
এদিন শ্রেয়া লিখেছেন, “কলকাতায় সম্প্রতি যে নৃশংস ঘটনা ঘটেছে, আমাকে তা গভীর ভাবে প্রভাবিত করেছে। মহিলা হিসাবে ঘটনার নৃশংসতায় শিউরে উঠছি। নির্যাতিতাকে কী ধরনের অত্যাচার সহ্য করতে হয়েছিল, তা ভেবেই আমার গায়ে কাঁটা দিচ্ছে। আমি এই পরিস্থিতিতে কলকাতার কনসার্টটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ১৪ সেপ্টেম্বর ওই কনসার্ট হওয়ার কথা ছিল। আগামী অক্টোবর মাসে কনসার্টটি হবে। এই পরিস্থিতিতে প্রতিবাদীদের পাশে দাঁড়ানো বেশি গুরুত্বপূর্ণ। শুধু ভারত নয়, সারা বিশ্বের মহিলাদের নিরাপত্তার জন্য প্রার্থনা করছি।”