রবিবার মাসের শুরুতেই একধাক্কায় দাম বাড়ল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের! জানানো হয়েছে, মোট ৪৯ টাকা পর্যন্ত দাম বাড়ানো হল বাণিজ্যিক গ্যাসের।
দিল্লিতে ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৬৪৬ টাকা। যা বেড়ে হল ১ হাজার ৬৯১ টাকা ৫০ পয়সা। কলকাতায় সিলিন্ডার পিছু ৩৮ টাকা করে দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতায় একটি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে হল ১ হাজার ৮০২ টাকা ৫০ পয়সা।