আরজি কর কাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি। ঘৃণ্য এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ। এবার সেই তালিকায় যুক্ত হলেন ব্যাঙ্ক কর্মীরাও। শনিবার আরজি কর কাণ্ডের প্রতিবাদে এক্সাইড মোড় থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে ‘দেশ বাঁচাও, ব্যাঙ্ক বাঁচাও’ মঞ্চ। অন্যতম আহ্বায়ক সৌম্য দত্তের নেতৃত্বে মিছিলে সামিল হন কয়েক হাজার ব্যাঙ্ক কর্মী।
‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে মুখরিত মিছিল থেকে দাবি তোলা হয়, আরজি কর কাণ্ডে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শান্তি চাই। পাশাপাশি, বিচারের দাবিতে জুনিয়র চিকিৎসকদের আন্দোলকে সংহতি জানিয়ে রাজনৈতিক দড়ি টানাটানির তীব্র নিন্দাও করা হয়।