Sambad Samakal

RG Kar: একটানা সিবিআই জেরার মুখে অসুস্থ আরজি করের সন্দীপ ‘ঘনিষ্ঠ’ চিকিৎসক দেবাশিস!

Sep 1, 2024 @ 7:04 pm
RG Kar: একটানা সিবিআই জেরার মুখে অসুস্থ আরজি করের সন্দীপ ‘ঘনিষ্ঠ’ চিকিৎসক দেবাশিস!

একটানা সিবিআই জেরার মুখে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরজি কর হাসপাতালের সন্দীপ ঘোষ ‘ঘনিষ্ঠ’ চিকিৎসক, ফরেনসিক ডেমনস্ট্রেটর দেবাশিস সোম! জানা যাচ্ছে, শনিবার রাত থেকে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

পরিবার সূত্রে খবর, রক্তে আচমকা শর্করার মাত্রা কমে যাওয়ায় দেবাশিসকে হাসপাতালে ভর্তি করা হয়। এই মুহূর্তে বাইপ্যাপ সাপোর্টে রয়েছেন তিনি। প্রসঙ্গত, চিকিৎসক মৃত্যুর ঘটনার সঙ্গেই প্রকাশ্যে চলে এসেছে আরজি করের একাধিক দুর্নীতির অভিযোগ। সেই বিষয়ে প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের সঙ্গেই লাগাতার সিবিআই জেরার মুখে পড়েছেন দেবাশিস।

Related Articles