Sambad Samakal

Sandip Ghosh: ১৮ দিনে ১৬ বার ! সোমে ফের সিবিআই দফতরে সন্দীপ

Sep 2, 2024 @ 12:32 pm
Sandip Ghosh: ১৮ দিনে ১৬ বার ! সোমে ফের সিবিআই দফতরে সন্দীপ

দু’দিনের বিরতির পর সোমবার ফের সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছলেন আরজি করের রক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এই নিয়ে ১৮ দিনে ১৬ বার সিবিআই দফতরে হাজিরা দিলেন তিনি।
১৬ অগস্ট থেকে ৩০ অগস্ট, ১৫ দিনে সন্দীপকে জিজ্ঞাসাবাদের জন্য ১৪ বার ডেকে পাঠানো হয়েছে সিবিআই দফতরে। যে একদিন তিনি যাননি, সেদিন সিবিআই এসেছিল তাঁর বাড়িতে। সেখানে তল্লাশি চালানোর পাশাপাশি জিজ্ঞাসাবাদও করা হয় সন্দীপকে। বাকি দিন গুলিতে তিনি প্রতিদিন সকালে সিজিওতে হাজিরা দিয়ে টানা জিজ্ঞাসাবাদ সামলে বাড়ি ফিরেছেন রাতে। গত শনি এবং রবিবার তাঁকে সিজিওতে ডাকা হয়নি। ফের সোমবার তাঁকে তলব করেছে সিবিআই। চলছে টানা জিজ্ঞাসাবাদ।

Related Articles