মঙ্গলবার বাংলার বিধানসভায় পাশ হয়েছে নারী নির্যাতন বিরোধী ‘অপরাজিতা’ বিল। আর এরপরেই ফের কেন্দ্রের ওপর চাপ বাড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, “সারাদেশে প্রতি ১৫ মিনিটে ধর্ষণের পরিসংখ্যান আগেই তুলে ধরেছি। নির্দিষ্ট সময়ভিত্তিক বিচার সংক্রান্ত আইনের দাবিও জানিয়েছি। কড়া ধর্ষণ বিরোধী আইন পাশ করে বাংলা পথ দেখিয়েছে। এবার কেন্দ্রকেই এগিয়ে এসে পদক্ষেপ নিতে হবে।”