Sambad Samakal

Aparajita Bill: বিধানসভায় পাশ ঐতিহাসিক ‘অপরাজিতা’ বিল, সই করবেন রাজ্যপাল?

Sep 3, 2024 @ 2:27 pm
Aparajita Bill: বিধানসভায় পাশ ঐতিহাসিক ‘অপরাজিতা’ বিল, সই করবেন রাজ্যপাল?

রাজ্য বিধানসভায় পাশ হয়ে গেল ঐতিহাসিক ‘অপরাজিতা’ বিল। ধ*র্ষণের মতো গুরুতর অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ মৃত্যু দণ্ডের শাস্তির বিধান রয়েছে এই বিলে। পাশাপাশি তদন্ত ও বিচার শেষে শাস্তির রায়দানের জন্যও বেঁধে দেওয়া হয়েছে নির্দিষ্ট সময়।

এদিন বিজেপি বিধায়কদের তুমুল হইহট্টগোলের মধ্যেই ধ্বনিভোটে পাশ হয়ে যায় বিল। উপস্থিত ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। লাগাতার আরজি কর কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলতে থাকেন বিজেপি বিধায়করা।

এখন রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে বিধানসভার তরফে এই বিল পাঠানো হবে। তিনি সাক্ষর করলেই, তা আইনে রূপান্তরিত হবে। প্রসঙ্গত, এদিন বিধানসভায় বিজেপি বিধায়কদের উদ্দেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “নারী নিরাপত্তায় আজ ঐতিহাসিক আইন এনেছে রাজ্য সরকার। রাজ্যপালকে বলুন এই বিলে তিনি যাতে সই করে দেন।”

Related Articles