মঙ্গলবার সকালে রাজ্য বিধানসভায় পেশ হল ধ*র্ষণ বিরোধী ‘অপরাজিতা’ বিল। আইনমন্ত্রী মলয় ঘটক বিলটি পেশ করেন। জানা যাচ্ছে, এদিন এই বিলের ওপরে আলোচনা হবে বিধানসভায়।
বাংলার নয়া ‘অপরাজিতা’ আইনে প্রস্তাব করা হয়েছে, ধর্ষণের শাস্তি আমৃত্যু কারাবাস, জরিমানা অথবা মৃত্যুদণ্ড। গণধর্ষণের সাজা আজীবন কারবাস, জরিমানা অথবা মৃত্যুদণ্ড। জরিমানার টাকায় প্রয়োজনীয় নির্যাতিতার চিকিৎসা। প্রতি জেলায় বিচারের জন্য বিশেষ আদালত। তদন্তের জন্য জেলাস্তরে ‘অপরাজিতা টাস্ক ফোর্স’ গঠন করা হবে। মামলা হবে জামিন অযোগ্য ধারায়। এফআইআর দায়েরের ২১ দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে। প্রয়োজনে আরও অতিরিক্ত সর্বোচ্চ ১৫ দিনের সময়। চার্জশিট জমা দেওয়ার ৩০ দিনের মধ্যে বিচারপ্রক্রিয়া শেষ করে সাজা ঘোষণা করতে হবে।