এশিয়ান যুব আর্চারি চ্যাম্পিয়নশিপে যোগ দেওয়ার জন্য জাতীয় দলে স্থান করে নিল বাংলার জুয়েল সরকার। ঝাড়গ্রামে অবস্থিত রাজ্য সরকারের আর্চারি অ্যাকাডেমি থেকে প্রশিক্ষণ নিয়েছে জুয়েল। খেলার প্রশিক্ষণের জন্য যুবকল্যাণ ও ক্রিড়া দফতরের তরফে জুয়েলকে যাবতীয় সাহায্য করা হয়েছে বলে জানানো হয়েছে।
তার এই সাফল্যে স্বভাবতই খুশি রাজ্যের ক্রিড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি জানান, “জুয়েলের এই সাফল্যে আরও অনেকে উৎসাহী হবে। ঝাড়গ্রামে রাজ্য সরকারি অ্যাকাডেমি থেকে এক জন খেলোয়াড়ের এই সাফল্য বাংলার জন্য গর্বের। আশা করি এশিয়ান যুব আর্চারি চ্যাম্পিয়নশিপে জুয়েল দেশের নাম উজ্জ্বল করবে।”