Sambad Samakal

Lalbazar: ২২ ঘণ্টা পরে কাটল জট! ডাক্তারি পড়ুয়াদের দাবি মেনে কী পদক্ষেপ পুলিশের?

Sep 3, 2024 @ 3:01 pm
Lalbazar: ২২ ঘণ্টা পরে কাটল জট! ডাক্তারি পড়ুয়াদের দাবি মেনে কী পদক্ষেপ পুলিশের?

অবশেষে ২২ ঘণ্টা পরে কাটল জট! লালবাজার অভিযানে সামিল আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের দাবি কার্যত মেনে নিল কলকাতা পুলিশ। সরিয়ে ফেলা হচ্ছে লোহার ব্যারিকেড। মানববন্ধন করে লালবাজারের কাছে আরও কিছুটা এগিয়ে যাবেন জুনিয়র চিকিৎসকরা।

এরপরে ২২ জনের একটি প্রতিনিধি দল পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেবেন বলে জানা যাচ্ছে। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের দাবি, পুলিশের তরফে আরও আগে এই সিদ্ধান্ত নিলে অচলাবস্থা কেটে যেত। এখন দেখার কলকাতার পুলিশ কমিশনারের কাছে ঠিক কী কী দাবি তুলে ধরেন জুনিয়র চিকিৎসকরা।

Related Articles