Sambad Samakal

Mamata: বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভাষণের মাঝেই হট্টগোল! প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি মমতার

Sep 3, 2024 @ 1:57 pm
Mamata: বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভাষণের মাঝেই হট্টগোল! প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি মমতার

রাজ্য বিধানসভায় ধ*র্ষণ বিরোধী আইনের পক্ষে মুখ্যমন্ত্রীর ভাষণের মাঝেই তুমুল হইহট্টগোল জুড়ে দিলেন বিজেপি বিধায়করা। এদিন দুপুরে মমতার ভাষণ চলাকালীন বিজেপি বিধায়কদের হট্টগোলের পাল্টা জবাব দেন মমতাও। সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ দাবি করেন তিনি।

আরজি কর কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে বিধানসভার অন্দরে হট্টগোল শুরু হতেই মমতা বলেন, “আমরা ধ*র্ষণ বিরোধী আইন এনে সমাজে একটা সদর্থক বার্তা দিতে চাইছি। আর বিজেপি আরজি করের বিচারের দাবিকে বেলাইনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। দেশে মহিলাদের ওপর এত নির্যাতনের ঘটনা ঘটেছে, আপনারা প্রধানমন্ত্রীকে পদত্যাগের কথা বলুন না! অনেকে বলছে রাজ্য আইন আনতে পারে না। কিন্তু সংবিধান আমাদের সেই অধিকার দিয়েছে। ন্যায় সংহিতায় সংশোধনী এনে এটা করা যায়। আমরা মহিলাদের ওপর নির্যাতনের ঘটনায় নির্দিষ্ট সময়ের মধ্যে দ্রুত বিচার করে সর্বোচ্চ ফাঁসির সাজা দেওয়ার প্রস্তাব করেছি। রাজ্যপাল সই করলেই এটা আইনে রূপান্তরিত হয়ে যাবে।”

Related Articles