মাথা ধরার সমস্যা কমবেশি সকলেরই থাকে। প্রচন্ড রোদে ঘুরে বা ঠান্ডা লেগে মাথা ব্যথা হলে, প্রথমেই ওষুধ খাওয়ার প্রয়োজন নেই। ঘরোয়া একটি উপাদানই আপনার সমস্যার সমাধান করতে পারে। জেনে নিন কিভাবে।
রান্নাঘরের সাধারণ একটি মশলা আপনার মাথাব্যথা থেকে মুক্তি দিতে পারে। সেই মশলাটি হল লবঙ্গ। দাঁতের ব্যথার জন্য যে রকম লবঙ্গ উপকারী, তেমনই মাথাব্যথা কমাতেও জুড়ি মেলা ভার। তবে এমনিই লবঙ্গ মুখে দিলে কাজ হবে না। একটা মিশ্রণ আপনাকে বানিয়ে নিতে হবে।
প্রথমে, কয়েকটা লবঙ্গ গুঁড়ো করে নিন। এমনি গুঁড়ো করতে করতে অসুবিধা হলে, একটু ভেজে নিন। তারপর সেই গুঁড়ো লবঙ্গের সাথে কিছুটা মধু মিশিয়ে মিশ্রণ বানিয়ে ফেলুন। এই মিশ্রণ আপনাকে মাথাব্যথার সমস্যা চট করে কমাতে সাহায্য করবে।