আরজি কর কাণ্ডে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণের দাবিতে মামলা হাইকোর্টে! এদিন জনৈক আইনজীবী অমৃতা পাণ্ডে এই মামলার বিষয়ে হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টিআকর্ষণ করেন।
তবে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম জানিয়ে দেন, যেহেতু এক দিন পরেই সুপ্রিমকোর্টে আরজি কর মামলার শুনানি রয়েছে, তাই এই মুহূর্তে পৃথক ভাবে এই শোনা সম্ভব নয়। সুপ্রিমকোর্টের অবস্থান স্পষ্ট হওয়ার পরেই এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারবে কলকাতা হাইকোর্ট।