Sambad Samakal

Kunal Ghosh: আরজি কর কাণ্ডে দোষীদের শাস্তি চেয়ে সিবিআই’কে কোন চার প্রশ্ন কুণালের?

Sep 4, 2024 @ 12:15 pm
Kunal Ghosh: আরজি কর কাণ্ডে দোষীদের শাস্তি চেয়ে সিবিআই’কে কোন চার প্রশ্ন কুণালের?

আরজি কর কাণ্ডের তদন্তের অগ্রগতি সম্পর্কে বৃহস্পতিবার সুপ্রিমকোর্টে নিজেদের রিপোর্ট জমা দিতে চলেছে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই। এতদিনে তদন্তের কতটা এগলো তা জানতে, আগামীকালের ‘সুপ্রিম’ শুনানির দিকে তাকিয়ে রয়েছেন অনেকেই। এই পরিস্থিতিতে সিবিআইয়ের কাছে চারটি প্রশ্ন ছুঁড়ে দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে কুণাল প্রশ্ন করেছেন, “সিবিআই কাল কোর্টে স্পষ্ট বলুক, ১) কলকাতা পুলিশের হাতে ধৃত সঞ্জয় একাই ধর্ষক, খুনি, নাকি আরও কেউ ছিল? ২) এটি বিচ্ছিন্ন কুৎসিত ঘটনা নাকি কোনো চক্রের কাজ, পিছনে অন্য কারণ? ৩) তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা থাকলে তার যথাযথ ইঙ্গিত কী কী? ৪) যারা লোপাটে যুক্ত বা যাদের দায়িত্বে POC, তাদের বিরুদ্ধে ব্যবস্থা কোথায়? যে হোক, যারা হোক, সিবিআই স্পষ্ট করুক। সন্দীপ সহ তিন জনের দুর্নীতিতে গ্রেপ্তার, উচ্ছন্নে যাক। কিন্তু আসল ধর্ষণ, খুনের যথাযথ দ্রুত তদন্ত, ন্যায়বিচার হোক।”

Related Articles