Sambad Samakal

Maa Flyover: মা উড়ালপুলের ওপর থেকে ৮০ ফুট নিচে পড়ল বাইক আরোহী!

Sep 4, 2024 @ 11:09 am
Maa Flyover: মা উড়ালপুলের ওপর থেকে ৮০ ফুট নিচে পড়ল বাইক আরোহী!

সাতসকালে মা উড়ালপুলে ফের ভয়বাহ দু*র্ঘটনা! জানা যাচ্ছে, এদিন সকাল সাড়ে ৮টা নাগাদ একটি বাইক মা উড়ালপুলের দক্ষিণগামী লেনের গার্ডওয়ালে ধাক্কা মারে। এরপরেই বাইকের পেছনে বসে থাকা এক আরোহী ছিটকে প্রায় ৮০ ফুট নিচে পড়ে যান।

পুলিশের তৎপরতায় আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাইক চালকের দাবি, অন্য একটি গাড়ি বেপরোয়া গতিতে যাওয়াতেই এই দুর্ঘটনা।

Related Articles