Sambad Samakal

Medical Colleges: মেডিক্যাল কলেজের নিরাপত্তায় ১০০ কোটি! কী কাজ শুরু রাজ্যের?

Sep 4, 2024 @ 2:04 pm
Medical Colleges: মেডিক্যাল কলেজের নিরাপত্তায় ১০০ কোটি! কী কাজ শুরু রাজ্যের?

আরজি কর কাণ্ডের পরে রাজ্যের মেডিক্যাল কলেজগুলোর নিরাপত্তার জন্য ১০০ কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। জানা যাচ্ছে, প্রাথমিকভাবে ইতিমধ্যেই ৪০ কোটি টাকা দেওয়া হয়েছে এই খাতে।

রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজগুলোতে প্রয়োজনীয় সিসি ক্যামেরা লাগানো, স্বাস্থ্যকর্মীদের জন্য প্রয়োজনীয় বিশ্রাম কক্ষ, টয়লেট, আলোর ব্যবস্থা করা হচ্ছে। টেন্ডার ডেকে কাজ শুরু হয়েছে। চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে নিরাপত্তা খাতে প্রয়োজনীয় কাজ করা হচ্ছে।

Related Articles