Sambad Samakal

Para Olympics: প্যারিস প্যারালিম্পিক্সে ‘রেকর্ড’! ভারতের ঝুলিতে কত পদক?

Sep 4, 2024 @ 10:06 am
Para Olympics: প্যারিস প্যারালিম্পিক্সে ‘রেকর্ড’! ভারতের ঝুলিতে কত পদক?

প্যারিস প্যারালিম্পিক্সে ‘রেকর্ড’ গড়লেন ভারতীয় অ্যাথলিটরা! জানা যাচ্ছে, এখনও পর্যন্ত পাওয়া পদকের সংখ্যাই সর্বকালীন রেকর্ড। যা আগে কোনও প্যারালিম্পিক্সে অর্জন করতে পারেনি ভারত।

প্যারিসে চলতি বছরের প্যারালিম্পিক্সে এখনও পর্যন্ত ভারত সোনা, রূপো, ব্রোঞ্জ মিলিয়ে মোট ২০টি পদক জিতে ফেলেছে, যা সর্বকালীন রেকর্ড। এরআগে টোকিও প্যারালিম্পিক্সে ১৯টি পদক জিতেছিল ভারত। এবার টুর্নামেন্টের মাঝেই সেই রেকর্ড ভেঙে দিলেন ভারতীয় প্যারা অ্যাথলিটরা।

Related Articles