আরজি কর কাণ্ডে বিচারের দাবিতে নিজাম প্যালেসের সামনে ধুন্ধুমার! বুধবার রবীন্দ্র সদন থেকে মিছিল করে নিজাম প্যালেসের সামনে আসেন কংগ্রেস কর্মীরা। আরজি কর কাণ্ডে প্রকৃত দোষীদের দ্রুত শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু হয়।
পরিস্থিতি সামাল দিতে ব্যারিকেড করে নিজাম প্যালেসে ঢোকার মুখেই কংগ্রেস কর্মীদের আটকে দেয় পুলিশ। কংগ্রেস নেতা আব্দুল মান্নানের দাবি, আরজি কর কাণ্ডে দীর্ঘদিন কেটে গেলেও সিবিআই এখনও তদন্তের অগ্রগতি করতে পারেনি। দ্রুত দোষীদের শাস্তি দিতে সিবিআইকে আরও তৎপর হতে হবে, এই দাবিতেই আমাদের আজকের এই প্রতিবাদ।