অবশেষে রাজনীতির ময়দানে ভারতীয় কুস্তিগির বজরং পুনিয়া ও ভিনেশ ফোগট। বুধবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে আনুষ্ঠানিক ভাবে কংগ্রেসে যোগ দিলেন তাঁরা।
জানা যাচ্ছে, দলে যোগ দিয়েই আসন্ন হরিয়ানা বিধানসভা নির্বাচনে লড়তে চলেছেন বজরং ও ভিনেশ। প্রসঙ্গত, ভারতীয় কু্স্তি ফেডারেশনের প্রাক্তন প্রধান ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে মহিলা খেলোয়াড়দের যৌ*ন হেনস্তার বিরুদ্ধে গর্জে উঠেছিলেন বজরং, ভিনেশ। রাস্তায় সামনের সারিতে থেকে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন তাঁরা। এবার কুস্তির আখড়া ছেড়ে রাজনীতির ‘আখড়া’য় নাম লেখালেন বজরং পুনিয়া ও ভিনেশ ফোগট।