আরজি কর কাণ্ডের তদন্তভার এই মুহূর্তে রয়েছে কেন্দ্রীয় এজেন্সি সিবিআইয়ের হাতে। আর সেই তদন্তেই না কি ধর্ষণ ও খুনের ঘটনার কট প্রত্যক্ষদর্শীর সন্ধান পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা।
সিবিআই সূত্রে খবর, হাসপাতালেরই এক জন সিবিআইয়ের কাছে নিজেকে প্রত্যক্ষদর্শী হিসেবে দাবি করেছেন। সেই দাবি অনুযায়ী, রাত ২টোর পরে নির্যাতীতার মৃত্যু হয়েছে। তবে ধর্ষণের পরে মৃত্যু না কি খুনের পরে ধ*র্ষণ তা এখনও স্পষ্ট নয়।
ইতিমধ্যেই প্রত্যক্ষদর্শীর কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে সিবিআইয়ের তরফে নিরাপত্তার খাতিরে কোনওভাবেই পরিচয় প্রকাশ্যে আসতে দিতে চান না তদন্তকারীরা। তাকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য-প্রমাণ জোগাড়ের চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি।