আরজি কর কাণ্ডে সঠিকভাবে নিজের কর্তব্য পালন করেননি কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, এই অভিযোগে এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে চিঠি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তাঁর দাবি, বিনীত গোয়েলকে দেওয়া রাষ্ট্রপতি পুলিশ মেডেল ফিরিয়ে নেওয়া হোক। কারণ আরজি করের ঘটনায় কার্যত নক্কারজনক ভূমিকা নিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার।