Sambad Samakal

Aparajita Bill: বাংলার ‘অপরাজিতা’ বিলে আপত্তি রাজভবনের! কী অভিযোগ রাজ্যপাল বোসের?

Sep 6, 2024 @ 11:53 am
Aparajita Bill: বাংলার ‘অপরাজিতা’ বিলে আপত্তি রাজভবনের! কী অভিযোগ রাজ্যপাল বোসের?

বাংলার বিধানসভায় পাশ হওয়া ‘অপরাজিতা’ বিলে আপত্তি রাজ্যপাল সিভি আনন্দ বোসের। রাজভবনের তরফে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী কাছে এই বিষয়ে জানানো হয়েছে। রাজ্যপাল বোসের দাবি, নয়া বিলের সঙ্গে ‘টেকনিক্যাল রিপোর্ট’ পাঠায়নি রাজ্য। ফলে টেকনিক্যাল রিপোর্ট ছাড়া, একটি বিলে সই করতে পারেন না রাজ্যপাল।

পাশাপাশ রাজ্যপাল বোসের দাবি, বাংলার ‘অপরাজিতা’ বিল নতুন কিছু নয়। মহারাষ্ট্র, অরুণাচলপ্রদেশ সহ একাধিক রাজ্য এই ধরনের বিল এনেছিল। যা রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় পড়ে রয়েছে। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, রাজ্যের ‘অপরাজিতা’ বিলে যে রাজ্যপাল সই করতে ইচ্ছুক নন, তা ঠারেঠোরে বুঝিয়ে দেওয়া দেওয়া হল। এখন দেখার রাজ্য সরকারের তরফে কী পদক্ষেপ নেওয়া হয়।

Related Articles