ফের বিপত্তি বউবাজারের দুর্গা পিতুরি লেনে! মাটিট নীচ থেকে উঠছে জল! ইতিমধ্যেই অন্তত ১১টি বাড়ির বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গিয়েছেন মেট্রো রেলের আধিকারিকরা।
জানা যাচ্ছে, বৃহস্পতিবার রাতে প্রথম বউবাজারে মেট্রো রেলের টানেলে জল দেখা যায়। এরপরেই তড়িঘড়ি দুর্গা পিতুরি লেনে উপস্থিত হন মেট্রোরেল ও পুরসভার আধিকারিকরা। বেশ কয়েকটি বিপজ্জনক বাড়ির নীচ থেকে জল ওঠার ঘটনাও চোখে পড়ে। মেট্রোরেলের দাবি, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই বেশ কয়েকটি বাড়ির বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চালানো হচ্ছে।