সুপ্রিমকোর্টেও বড় ধাক্কা খেলেন সিবিআইয়ের হাতে ধৃত আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ! দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে দেশের সর্বোচ্চ আদালতের দারস্থ হয়েছিলেন তিনি।
এদিন সুপ্রিমকোর্ট পত্রপাঠ সেই আবেদন খারিজ করে দিল। কলকাতা হাইকোর্টের রায়ে কোনও ধরনের হস্তক্ষেপ করতে রাজি হয়নি সুপ্রিমকোর্ট। ফলে আরজি কর কাণ্ডে দুর্নীতির তদন্ত চালিয়ে যাবে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই।