Sambad Samakal

Sandip Ghosh: নির্দোষ সন্দীপ! ‘ভিলেন’ করার চেষ্টা! কী দাবি স্ত্রী সঙ্গীতার?

Sep 6, 2024 @ 2:16 pm
Sandip Ghosh: নির্দোষ সন্দীপ! ‘ভিলেন’ করার চেষ্টা! কী দাবি স্ত্রী সঙ্গীতার?

নির্দোষ সন্দীপ ঘোষ! ‘ভিলেন’ বানানোর চেষ্টা! শুক্রবার কার্যত এই ভাষাতেই সন্দীপের পাশে দাঁড়ালেন তাঁর স্ত্রী সঙ্গীতা ঘোষ।

এদিন সকালে সন্দীপের বাড়িতে তল্লাশি অভিযানে যান ইডির তদন্তকারীরা। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে বাড়ি পৌঁছে তালা খুলে দেন সন্দীপের স্ত্রী সঙ্গীতা। সেই সময়েই সংবাদমাধ্যমের সামনে নিজের বক্তব্য রাখেন তিনি।

বলেন, “সন্দীপ ঘোষ নির্দোষ। দয়া করে তাঁকে তদন্তের আগেই ভিলেন বানাবেন না। আমরা সমস্ত তদন্তকারী সংস্থার সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করছি। সকলেই বুঝতে পারছেন কেন তাঁকে ফাঁসানো হচ্ছে।”

Related Articles