হাওড়া পুরনিগমের তরফে সম্প্রতি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জানানো হয়েছে, চুক্তির ভিত্তিতে মেডিক্যাল অফিসার নেওয়া হবে। ন্যাশনাল আরবান হেলথ মিশনের আওতায় মোট ২০টি শূন্যপদে নিয়োগ হবে।
আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে। যে কোনও স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি, এক বছরের ইন্টার্নশিপের অভিজ্ঞতা থাকতে হবে। আগামী ১১ সেপ্টেম্বর সরাসরি ওয়াক-ইন-ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। মাসিক ২৪ হাজার টাকা বেতন পাওয়া যাবে। আরও বিস্তারিত তথ্য জানতে হাওড়া পুরনিগমের ওয়েবসাইট দেখতে হবে।