কয়লা পাচার কাণ্ডের চার্জশিট দাখিলে ‘গাফিলতি’! আদালতে তীব্র ভর্ৎসনার মুখে সিবিআই! এদিন আদালতে মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালাকে তলব-পদ্ধতি নিয়ে তীব্র ভর্ৎসনার মুখে সিবিআই।
লালার দাবি, নোটিস পাঠিয়ে নয়, সিবিআই তলব করছে ইমেলের মাধ্যমে,। ‘চার্জ’ গঠনের পরে কাউকে কি এভাবে ডাকা যায়? একজন অভিযুক্তকে সাধারণ ভাবে ডাকা হচ্ছে কেন? তিনি জানতেই পারছেন না, তিনি অভিযুক্ত নাকি সাক্ষী। কী কারণে তাঁকে ডাকা হচ্ছে, সেকথাও উল্লেখ করা হয়নি’, মন্তব্য আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীর।
বিচারকের এই প্রশ্নের জবাব দিতে পারেননি সিবিআইয়ের আইনজীবী। মামলার চূড়ান্ত চার্জ গঠনের পরবর্তী শুনানি ১৪ নভেম্বর।