Sambad Samakal

Civic Volunteer: সিভিক’দের আইনের পাঠ! কী পরিকল্পনা নবান্নের?

Sep 7, 2024 @ 12:07 pm
Civic Volunteer: সিভিক’দের আইনের পাঠ! কী পরিকল্পনা নবান্নের?

আরজি কর কাণ্ডে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় মূল অভিযুক্ত হিসেবে ধরা পড়ার পর থেকেই রাজ্যের এই বাহিনীর বিরুদ্ধে একাধিক প্রশ্ন উঠতে শুরু করে। পুলিশকে সাহায্যকারী সিভিক’দের আচরণ নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন নেটিজেনদের একাংশ।

এবার সেই সিভিক’দের আইনের পাঠ দিতে নয়া পরিকল্পনা করল নবান্ন! জানা যাচ্ছে, সিভিক ভলান্টিয়ারদের আচরণ, কর্তব্য, কাজ ও আইনের পাঠ দিতে ৪৫ দিনের বিশেষ শিবিরের আয়োজন করতে চলেছে রাজ্য প্রশাসন্ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর তরফে এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশিকা দেওয়া হয়েছে রাজ্য ও কলকাতা পুলিশকে। আগামী জানুয়ারি মাসেই এই প্রশিক্ষণ শিবির শুরু হবে বলে খবর নবান্ন সূত্রে।

Related Articles