Sambad Samakal

Dev: অব্যাহত কর্মবিরতি, বিনা চিকিৎসায় অসহায় গরীব মানুষ! চিকিৎসকদের কী বার্তা দেবের?

Sep 7, 2024 @ 11:03 am
Dev: অব্যাহত কর্মবিরতি, বিনা চিকিৎসায় অসহায় গরীব মানুষ! চিকিৎসকদের কী বার্তা দেবের?

আরজি করের বিচার চেয়ে লাগাতার কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। এই পরিস্থিতিতে শুক্রবার বিনা চিকিৎসায় আরজি কর হাসপাতালে কোন্নগরের বছর ২৮-এর যুবক বিক্রম ভট্টাচার্যের মৃত্যুর অভিযোগ ওঠে। যদিও বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ অস্বীকার করা হয়েছে আরজি করের তরফে।

আর এই ঘটনার প্রেক্ষিতে এবার মুখ খুললেন তৃণমূলের তারকা সাংসদ দেব। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, “আমিও এই ঘটনার বিচার চাই। আইনি ব্যবস্থায় বদল আসুক চাই। কিন্তু অন্যের প্রাণের বিনিময়ে নয়। কারণ প্রতিটি প্রাণ অমূল্য।”

প্রসঙ্গত, আরজি কর কাণ্ডের পরে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে সরকারি হাসপাতালে ভোগান্তির শিকার হচ্ছেন গরীব রোগীরা, এমনই অভিযোগ উঠছে বারবার। দেশের সুপ্রিমকোর্ট থেকে বাংলার মুখ্যমন্ত্রী, সকলেই চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ জানিয়েছেন। এখন দেখার শেষপর্যন্ত কি অবস্থান নেন জুনিয়র চিকিৎসকরা।

Related Articles