Sambad Samakal

E-Waste: সাধারণের থেকে সরাসরি ই-বর্জ্য কিনবে সরকার! কোন প্রকল্পের সূচনায় মেয়র ফিরহাদ?

Sep 7, 2024 @ 5:24 pm
E-Waste: সাধারণের থেকে সরাসরি ই-বর্জ্য কিনবে সরকার! কোন প্রকল্পের সূচনায় মেয়র ফিরহাদ?

সাধারণের কাছ থেকে সরাসরি ই-বর্জ্য কিনবে রাজ্য সরকারি! শনিবার কলকাতা পুরসভা এলাকায় এমনই অভিনব প্রকল্পের সূচনা করলেন মেয়র ফিরহাদ হাকিম। উপস্থিত ছিলেন মন্ত্রী বাবুল সুপ্রিয়।

এদিম মেয়র জানান, ই-বর্জ্য সঠিকভাবে সংগ্রহ করে পূনর্ব্যবহার করতে পারলে অনেক ভালো কাজ করা সম্ভব। তাই রাজ্য সরকারি সংস্থা ওয়েবেল ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে কলকাতা পুরসভার সমস্ত বরো’তে পৃথক পৃথক ভাবে ক্যাম্প করা হবে। সেখানেই বাড়িতে থাকা ই-বর্জ্য সরাসরি জমা দিতে পারবেন নাগরিকরা। সেই অনুযায়ী পাওয়া যাবে মূল্যও।

যেমন এদিন কলকাতা পুরসভার তরফে একটি খারাপ কম্পিউটারের মনিটর, কিনোর্ড, মাউস ও প্রিন্টার তুলে দেওয়া হয় ওয়েবেলকে। যার মোট মূল্য দাঁড়ায় প্রায় সাড়ে ৪০০ টাকা। যা সরাসরি ইউপিআইয়ের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়। মেয়র ফিরহাদ হাকিম জানান, এই প্রকল্প সঠিকভাবে বাস্তবায়িত করতে পারলে, সম্পদের পূনর্ব্যবহার যেমন হবে, তেমনই ই-বর্জ্যের ভয়াবহ কুফলের হাত থেকেও রক্ষা পাওয়া যাবে।

Related Articles