সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন আরজি কর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ। আর শনিবার তাঁকে শো-কজ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল! জানানো হয়েছে, তিন দিনের মধ্যে শো-কজের সন্তোষজনক উত্তর না পেলে চিকিৎসক হিসেবে সন্দীপ ঘোষের লাইসেন্স বাতিল করা হতে পারে।
প্রসঙ্গত, এই মুহূর্তে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতি তৃণমূল বিধায়ক, চিকিৎসক সুদীপ্ত রায়। যিনি আরজি কর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির দায়িত্বে ছিলেন। পাশাপাশি কাউন্সিলের তরফে আরও জানানো হয়েছে, সন্দীপ ‘ঘনিষ্ঠ’ চিকিৎসক অভীক দে ও বিরূপাক্ষ বিশ্বাসকে মেডিক্যাল কাউন্সিলের একাধিক কমিটির পদ থেকেও সাসপেন্ড করা হয়েছে।