স্কুল ছাত্রী নাবালিকাকে ধ*র্ষণ ও খু*নের ঘটনায় অভিযুক্তকে ১৪ মাসেই ফাঁ*সির সাজা ঘোষণা শোনাল শিলিগুড়ি আদালত। জানা যাচ্ছে, বিচারক রিন্টু শূর বিরলের মধ্যে বিরলতম ঘটনা হিসেবে, অভিযুক্তকে ফাঁসির সাজা দিয়েছেন।
মাত্র ১ বছর ২ মাসের মধ্যে গোটা বিচারপ্রক্রিয়া শেষ হওয়ায় খুশি নিহত নাবালিকার পরিবার। যদিও সাজাপ্রাপ্তের তরফে উচ্চ আদালতে আপিল করা হনে বলেও জানা যাচ্ছে। প্রসঙ্গত, ২০২৩ সালের আগস্ট মাসে শিলিগুড়ির মাটিগাড়ায় এক স্কুল ছাত্রীকে ধ*র্ষণের পরে খু*ন করার অভিযোগ ওঠে মহম্মদ আব্বাসের বিরুদ্ধে৷ সেই ঘটনায় এত দ্রুত ফাঁসির সাজার ঘোষণা যথেষ্ট ইতিবাচক বলেই মনে করছে আইনজ্ঞ মহলের একাংশ।