রাজ্য সরকারি স্বাস্থ্য দফতরে বিপুল নিয়োগ হতে চলেছে। সম্প্রতি মোট ১৫০০ কমিউনিটি হেলথ অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, স্বাস্থ্য দফতর। রাজ্যের স্বাস্থ্য কেন্দ্রগুলোতে এই কমিউনিটি হেলথ অফিসারদের নিয়োগ করা হবে। রাজ্যের সমস্ত জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুসারে ০২.১০.২০২৪ তারিখের হিসেবে ইচ্ছুক প্রার্থীদের বয়স ১৮ থেকে ৪০-এর মধ্যে হতে হবে। রাজ্যের যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএএমএস পাশ করতে হবে। প্রার্থীদের পশ্চিমবঙ্গ আয়ুর্বেদ পরিষদ-এর রেজিস্ট্রেশন থাকতে হবে। বাংলা ভাষায় লিখতে ও বলতে জানতে হবে।
সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে, www.wbhealth.gov.in-এই ওয়েবসাইটে। লিখিত পরীক্ষা নয়, সরাসরি ওয়াক-ইন ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে। আবেদনের শেষ তারিখ আগামী ১৫ সেপ্টেম্বর।