কাজে ফিরতে হবে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের, সোমবার আরজি কর মামলায় স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। এমনকী আগামীকাল অর্থাৎ মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার জন্য ডেডলাইনও বেঁধে দিয়েছে সুপ্রিমকোর্ট।
এদিন আদালত নির্দেশ দেয়, জুনিয়র চিকিৎসকদের কাজে ফিরতে হবে। তবে কাজ যোগ দেওয়ার পরে তাদের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে না রাজয় সরকার। মঙ্গলবার বিকেল ৫টার পরেও কাজে যোগ না দিলে রাজ্য সরকার কোনও শাস্তিমূলক ব্যবস্থা নিলে সুপ্রিমকোর্ট কোনও হস্তক্ষেপ করবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে যাবতীয় বন্দোবস্ত করার জন্য রাজ্য সরকারকেও নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।