আরজি কর কাণ্ডে নির্যাতিতার বাড়ি গিয়ে কোনও টাকা ‘অফার’ করা হয়নি, কুৎসা বন্ধ করুন! সোমবার নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মুখ্যমন্ত্রী জানান, “একাংশের তরফে মিথ্যে প্রচার করা হচ্ছে, যে আমি না কি নির্যাতিতার বাড়িতে গিয়ে টাকা দিতে চেয়েছি। এটা সম্পূর্ণ মিথ্যে। কেউ যদি প্রমাণ করতে পারেন, আমি মেনে নেব। আমি বলেছিলাম, ওঁদের মেয়ের নামে যদি কিছু করতে চান, তাহলে রাজ্য সরকার সেই বিষয়ে সাহায্য করবে। আমি বাড়ির বাইরে এসে সাংবাদিকদেরও একই কথা বলেছিলাম। পরিকল্পনা মাফিক বাংলার বিরুদ্ধে কুৎসা করতে এই ধরনের অপপ্রচার করা হচ্ছে।”