Sambad Samakal

Mamata: আন্দোলন ছেড়ে উৎসবে ফিরুন! আরজি কর কাণ্ডে বিচার চেয়ে কী বার্তা মমতার?

Sep 9, 2024 @ 2:24 pm
Mamata: আন্দোলন ছেড়ে উৎসবে ফিরুন! আরজি কর কাণ্ডে বিচার চেয়ে কী বার্তা মমতার?

অতিক্রান্ত ১ মাস ১ দিন। এবার আন্দোলন ছেড়ে উৎসবে ফিরে আসুন। আরজি কর কাণ্ডের প্রতিবাদের প্রসঙ্গ টেনে সোমবার নবান্ন থেকে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মমতা বলেন, “প্রতিদিন রাতে রাস্তায় আন্দোলন হচ্ছে। পুলিশকে জানাচ্ছেও না, তাও পুলিশকে পাহারা দিতে হচ্ছে। পুজোতে, বন্যা হলে, প্রাকৃতিক বিপর্যয়ে পুলিশকে পাহারা দিতে হয়। আর কত করা যায়! অনেক মানুষেরও অসুবিধা হচ্ছে। রাতে মাইক বাজালে এলাকার বয়স্ক মানুষেরও অসুবিধা হয়। আমরা তাও সবকিছু ছাড় দিয়েছিলাম। এবার অনুরোধ করছি, আন্দোলন ছেড়ে উৎসবের ফিরে আসুন। দুর্গাপুজো আমাদের সবথেকে বড় উৎসব। এই সময় বহু মানুষের রোজগার হয়। সেই দিকটাও আমাদের দেখতে হবে। আর সিবিআইকে দ্রুত তদন্ত শেষ করতে হবে। আমরা সবাই চাই, এই নৃশংস ঘটনার দোষীদের যত দ্রুত সম্ভব ফাঁ*সি হোক।”

Related Articles