আরজি কর কাণ্ডে সোমবার সকাল থেকে শুনানি শুরু হয় সুপ্রিমকোর্টে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সহ তিন বিচারপতির বেঞ্চের সামনে এদিন নিজেদের তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট পেশ করে সিবিআই।
সিলবন্ধ খামে থাকা সিবিআই রিপোর্ট খতিয়ে দেখেন বিচারপতিরা। কী রয়েছে রিপোর্টে, প্রকাশ্য আদালতে এই বিষয়ে কোনও মন্তব্য করতে চায়নি আদালত। প্রধান বিচারপতি জানান, সিবিআই এই মুহূর্তে যেহেতু তদন্ত চালাচ্ছে, তাই তাদের আরও বেশ কিছু দিক খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। আগামী সপ্তাহে মামলার পরবর্তী শুনানিতে সিবিআইকে নতুন করে স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন প্রধান বিচারপতি।
পাশাপাশি এদিন সিবিআইয়ের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, মৃত*দেহের কাছ থেকে পাওয়া ফরেনসিক নমুনা নতুন করে দিল্লি এইমস ও দেশের অন্য কোনও ফরেনসিক ল্যাবে পরীক্ষা করাতে চায়।