বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে ফের ভাসবে বাংলা! মঙ্গলবার দক্ষিণবঙ্গের ৭ জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্র-বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির ‘হলুদ’ সতর্কতা জারি হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমান জেলায় সতর্কতা জারি হয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলোতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহর কলকাতায় আংশিক মেঘলা আকাশ রয়েছে এদিন সকাল থেকেই। বিকেলের পরে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টিপাত হতে পারে। যদিও একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। বুধবার থেকে ফের হাওয়া বদল হবে বলে মনে করছে হাওয়া অফিস।