সুপ্রিমকোর্টে ফের পিছিয়ে গেল ২৪ হাজার চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি! কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে মঙ্গলবার এই মামলার শুনানি হওয়ার কথা ছিল দেশের সর্বোচ্চ আদালতে।
জানা যাচ্ছে, আগামী ২৪ সেপ্টেম্বর ফের এই মামলার শুনানির দিন ধার্য হয়েছে। ফলে ফের একবার অনিশ্চিত হয়ে গেল চাকরি বাতিল হওয়া শিক্ষকদের ভবিষ্যৎ! প্রসঙ্গত, দুর্নীতির অভিযোগে এসএসসির ২৪ হাজারের গোটা প্যানেলের চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। যার বিরুদ্ধেই সুপ্রিমকোর্টের দারস্থ হয়েছেন চাকরি বাতিল হওয়া প্রার্থীরা ও রাজ্য সরকার।