Sambad Samakal

Chhanda Sen: যুগের অবসান! প্রয়াত প্রখ্যাত সংবাদ পাঠিকা ছন্দা সেন

Sep 12, 2024 @ 11:11 am
Chhanda Sen: যুগের অবসান! প্রয়াত প্রখ্যাত সংবাদ পাঠিকা ছন্দা সেন

যুগের অবসান! প্রয়াত প্রখ্যাত সংবাদ পাঠিকা ছন্দা সেন। বুধবার রাতে কলকাতার এসএসকেএম হাসপাতালে প্রয়াত হন তিনি। দীর্ঘদিন ধরেই একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। প্রয়াণকালে বয়স হয়েছিল ৭৮ বছর।

১৯৭৫ সাল থেকে দূরদর্শণের সংবাদ পাঠিকা হিসেবে কাজ করেছিলেন ছন্দা সেন। চব্বিশ ঘণ্টার বেসরকারি খবরের চ্যানেলের আগে দূরদর্শণের তথ্যনিষ্ঠ খবর ছন্দা সেনের মত সংবাদ পাঠিকাদের উপস্থাপনাতেই কার্যত জীবন্ত হয়ে উঠত। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বাংলার সংবাদ ও বাচিক শিল্প জগতে।

Related Articles