শেষপর্যন্ত কাটল না অচলাবস্থা! বৈঠকের লাইভ সম্প্রচারের দাবিতে নবান্ন সভাঘরের বাইরে বসে রইলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। আর ভেতরে দীর্ঘ ২ ঘণ্টা অপেক্ষা করে রাজ্যের মানুষের কাছে ক্ষমা চেয়ে জুনিয়র চিকিৎসকদের মাফ করে দেওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন নবান্ন থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমি ক্ষমাপ্রার্থী রাজ্যের মানুষের কাছে। ২ ঘণ্টা বসে আছি, তিন দিন বসে আছি। তাও ওঁরা এল না। আবেদন করব, কাজে যোগদান করুন, আমি ক্ষমা করে দিলাম। এরপরেও যদি ওঁরা বসতে চায়, তাহলে বসতে পারেন মুখ্যসচিব, ডিজি বসতে পারে। কিন্তু নবান্নের গেটে এসেও,ওঁরা এলেন না। আমি জনগণের কাছে ক্ষমা চাইছি, আমিও বিচার চাই তিলোত্তমার জন্য। সবার জন্য বিচার চাই। সবাই ভেবেছিলেন, আজকেই সমস্যাটা মিটে যাবে। ধৈর্য ধরাটা একটা পরীক্ষা। কাজে যোগ দিন, অনুরোধ করব। বাইরে থেকে ওদের কাছে নির্দেশ আসছে। এরআগে এরকম কখনও হয়নি, গোটা দেশে। আমাদের হাতে এসমা আছে, কিন্তু করব না। আমি মানবিক মানুষ। এমার্জেন্সির পক্ষে নই। আন্দোলন থেকে উঠে আসা মানুষ। সমস্যা হলে সমাধানও হয়। আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করেছি। আমাদের, আমাকে অনেক অসম্মান করা হয়েছে, অপমাণ করা হয়েছে। ওরা বিচার চায় না, চেয়ার চায়। মানুষের স্বার্থে আমি পদত্যাগ করতেও রাজি আছি। আমি চাই বিচার পাক, সাধারণ মানুষ চিকিৎসা পাক। ২৭ জনের বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে এটা মনে রাখতে হবে। আমরাও বিস্তারিত তথ্য জোগাড় করার চেষ্টা করছি।”