নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের জামিনের আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি শুভ্রা সেন শর্তসাপেক্ষে মানিক’কে জামিন দিয়েছেন।
জানা যাচ্ছে, এদিনই তাঁর জেল মুক্তি ঘটবে। প্রসঙ্গত, প্রায় ২ বছর পরে জেল থেকে মুক্তি পেতে চলেছেন নদিয়ার পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য।