আরজি কর কাণ্ডে বৃহস্পতিবার সকাল থেকে শহর কলকাতার একাধিক স্থানে অভিযানে নামল কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জানা যাচ্ছে, চিনার পার্কে সন্দীপ ঘোষের পৈতৃক বাড়িতে চলছে তল্লাশি অভিযান।
পাশাপাশি, টালায় চন্দন লৌহ নামের জনৈক ব্যবসায়ীর বাড়িতে ও লেকটাউনের কালিন্দীতে একটি ওষুধের দোকানে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। মনে করা হচ্ছে, সন্দীপ ঘোষের বিরুদ্ধে আরজি করের প্রিন্সিপাল থাকাকালীন ওষুধ সহ চিকিৎসা সামগ্রী নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, সেই বিষয়ে তথ্য-প্রমাণ সংগ্রহের জন্যই এই অভিযান।