Sambad Samakal

Rg Kar: আরজি করের ধরনা মঞ্চে ‘সন্দেহজনক’ ব্যাগ! ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

Sep 12, 2024 @ 12:50 pm
Rg Kar: আরজি করের ধরনা মঞ্চে ‘সন্দেহজনক’ ব্যাগ! ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

আরজি কর কাণ্ডে বিচার চেয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। আর এরমধ্যেই ধরনা মঞ্চে ‘সন্দেহজনক’ ব্যাগকে ঘিরে বো*মাতঙ্ক! বৃহস্পতিবার সকালে আরজি কর হাসপাতালে চিকিৎসকদের ফাঁকা ধরনা মঞ্চে একটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়।

তড়িঘড়ি খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে। এলাকা ঘিরে রেখেছেন সিআইএসএফ জওয়ানরা। কে বা কারা ওই ‘সন্দেহভাজন’ ব্যাগ রেখে গেল, তা এখনও স্পষ্ট নয়। বম্ব স্কোয়াড এসে ব্যাগটি পরীক্ষা করে দেখবে।

Related Articles