জুনিয়র চিকিৎসকদের চিঠি দিয়ে ফের নবান্নে বৈঠকে জন্য ডাকলেন রাজ্যের মুখ্যসচিব। জানা যাচ্ছে, ইতিমধ্যেই নবান্নের পক্ষ থেকে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের কাছে মেইল পাঠানো হয়েছে। যেখানে বলা হয়েছে, এদিন বিকেল ৫টায় নবান্ন সভাঘরে বৈঠক ডাকা যাচ্ছে। উপস্থিত থাকবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পাশাপাশি বলা হয়েছে, জুনুয়র চিকিৎসকদের তরফে সর্বোচ্চ ১৫ জনের একটি প্রতিনিধি দল বৈঠকে থাকতে পারবে। তবে গোটা বৈঠকের সরাসরি সম্প্রচার হবে না। স্বচ্ছতার স্বার্থে সম্পূর্ণ বৈঠক ভিডিও রেকর্ড করা যেতে পারে। এখন দেখার নবান্নের এই বৈঠক বার্তায় আদৌ সাড়া দেন কি না, আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা।