আরজি কর কাণ্ডে ধৃত সঞ্জয় রাইয়ের নারকো টেস্টের অনুমতি দিল না শিয়ালদহ আদালত। শুক্রবার সিবিআইয়ের তরফে ধৃত সঞ্জয়কে শিয়ালদহ আদালতে পেশ করে বিচারকের কাছে নারকো টেস্টের অনুমতি চাওয়া হয়। কিন্তু নারকো টেস্ট করাতে বেঁকে বসেন সঞ্জয়। ফলে সিবিআইয়ের আবেদন না মঞ্জুর করেন বিচারক।
সিবিআই সূত্রে খবর, এরআগে পলিগ্রাফ পরীক্ষা হলেও, তাতে সমস্ত আরজি করে ঘটনা সম্পর্কে সমস্ত সত্যি কথা সঞ্জয় বলেনি বলেই ধারণা তদন্তকারীদের। তাই নারকো পরীক্ষা করিয়ে ধৃতের পেট থেকে সমস্ত সত্যি কথা বের করে আনতে চেয়েছিল সিবিআই। কিন্তু আইনানুসারে অভিযুক্ত ব্যক্তির সম্মতি প্রয়োজন নারকো টেস্টের জন্য। আর সেই সম্মতি দিতেই রাজি হয়নি ধৃত সঞ্জয় রাই।