‘খাঁচাবন্দি তোতা’ সিবিআই! ফের ১৩ বছর পরে ‘সুপ্রিম’ ভর্ৎসনার মুখে পড়তে হল কেন্দ্রীয় এজেন্সি সিবিআইকে। এদিন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিন সংক্রান্ত মামলায় সিবিআইকে কার্যত নিজেদের দায়িত্ব ও কর্তব্য স্মরণ করিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত।
এদিন সুপ্রিমকোর্ট স্পষ্ট ভাষায় জানায়, “সিবিআই স্বচ্ছভাবে তদন্ত করছে না। আম জনতার মধ্যে সিবিআইয়ের সম্পর্কে ‘খাঁচাবন্দি তোতা’ ধারণা তৈরি হয়েছে। সেই ধারণা থেকে মুক্ত হতে সচেষ্ট হতে হবে। সিবিআই দেশের সেরা তদন্তকারী সংস্থা। সিবিআইকে শুধু নিরপেক্ষ হলেই হবে না, তা জনগণকে বোঝাতেও হবে। কেজরিওয়ালের গ্রেফতারি যে বেআইনি নয়, সেটা বোঝাতে হবে। আইনের শাসনে এই ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”