ঝোড়ো হাওয়ায় ভাঙল দোকান-ঘর! নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় বিপর্যস্ত দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলবর্তী বিভিন্ন এলাকা! জানা যাচ্ছে, গত রাত থেকে ঘণ্টার প্রায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে নামখানা, সাগর, পাথরপ্রতিমার বিভিন্ন এলাকায়।
ফলে কাঁচা দোকান, ঘর ভেঙে তছনছ হয়ে গিয়েছে। সঙ্গেই চলছে প্রবল বৃষ্টিপাতও। জলমগ্ন হয়ে পড়েছে নীচু এলাকাগুলো। হাওয়া অফিস জানাচ্ছে, রবিবার পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। সতর্ক রয়েছে জেলা প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।